ছাইপাঁশ ফিরতি



ঢকঢক করে গিলে ফেলার পর যা যা প্রত্যাবর্তন করতে পারে তার উদ্দেশহীন প্রস্তাবনা

ঠিক যে ভাবে প্রবেশ করতে চাই আমারা তবে সে ভাবে নয় আপনি ও আমি দুটো আলাদা স্বত্বা সুতরাং বেফালতু বকবাস না করে হেদিয়ে ওঠা আমাদের কমফোরট জোনের বাইরে পা থুড়ি চরণ বার করে দেখুন কেমন মৃদু মন্দ পবন ও আপনার মালকোঁচা দেওয়া ধুতির অন্তিম পরিসর উচ্চাঙ্গ রাগে বিজাতীয় সঙ্গীত পরিবেশন করছে

(গেলাসে জল নড়ে, শরীরে মন নড়ে)

ফাগুন গুন গুনিয়ে এলে হতচ্ছাড়া মাতাল উড়িয়ে দেয় হাত নেড়ে আমাদের নেকুপুসু বলে এতো দেরি কেন কোন গতরখাকির কাছে পড়ে ছিলি কাল পুরো রাতটা বাসিবিছানার কাতরানোর হিসেব অতশত না বুঝে দিলাম একাটা ফিলমি ডায়লগ ঝেরে "জানেমন ইয়ে মহব্বত  হ্যাঁয় থোরা মুশকিল, আগ কহি ওর লাগতি হ্যাঁয় দিখতি কহি ওর হ্যাঁয়"

(পর্দা কাঁপছে, তুমিও? রাতে ঘুম এলে জানিও)

মন বলে কিছু নেই তোমার মহামান্য আদালতের নির্দেশে আমি নিজেও মানিয়া এখন দশটা পাঁচটা দফতরিক কাগজে কবিতার উৎপন্ন করি এবং যা ঊর্ধ্বতন আধিকারিক শ্যেন দৃষ্টিতে কবিতা হয় না তাই বার বার তিরস্কারে ধ্বনিত হয় এগুলো বালের কি হয়েছে ঠিক ঠাক ছিঁড়তেও জানো না যে দিন আছোলা ঢুকবে সে দিন এই বান্দা বাচাতে আসবে না তবু বাচতে চাই আমি সুন্দর ভুবনে

( আহ মোল যা, ঢং; আজ্ঞে আমি নিতান্ত ছাপোষা বং)

ও ... ওয়াক...


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ