কথা

হাঁসের সাথে শব্দ চরিয়ে ফিরি ...
আ ... আ ... চই ... চই ... চই
নতুন ধানের বুক, জমে থাকা ওম
কই? তোমার প্রাণের সই কই?

সাঁঝ প্রদীপে জমছে অভিমান
নিভু নিভু ... এদিক ওদিক ... দুলছে
কবেকার হাত ধরা, বিকাল শেষের পথ
বাড়ি ফেরার পথ, এখনো ফিরছে।

ভালোবাসা তুমি রাত জাগো, কাজল পরা চোখে

ঝাউ-বন তোমার কাছে জমা কান্নার নিঃশ্বাস

বরফে দিনান্তের চাপা কষ্ট

শরীরে ক্ষয় ধরায় জ্যোৎস্না
একাকী দাঁড়িয়েয় ছায়া তোমার আমার
শূন্য ও শূন্যটায়

ভালোবাসা তুমি কি এখনো জীবনের নাম বোলো ?

ঘুমপাড়ানি গানের শব্দে তোমার ঘুম এলেও
তারা রা মেতে ওঠে
ছায়াপথ
বেয়ে আরেক
ছায়াপথ
স্বপ্নের খোঁজে, ধারাবাহিক আলোচনা থেকে
দূরে
গভীর ধূসর রাত। আবিষ্কারের নেশায় আচ্ছন্ন হয়ে।

অমলিন পলকে চেয়ে থাকা ঝাউ-বন
নোনা জলে ডুব দিয়ে দেখি
তুমিও নীলকণ্ঠ।
আমাদের মীন জন্ম
শক্ত মাটি ভয় ধরায়।
দূর থেকে দেখি - নিকানো উঠান
তুলসীমঞ্চ; সন্ধ্যাপ্রদীপের আলয়
ভেসে যায় সব পাপবোধ।
পিঠ জুড়ে শ্যাওলা
চাঁদের আলোয় ছুঁয়ে দেখি শীতল আগামী
দাড় টেনে নৌকো বেয়ে আশে
জমানো গল্প-কথা।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ