শব্দের মাঝে বিচ্ছেদ থাকে 


আলোর ঘর ছাওয়া হয়; গহন অন্ধকারে 

ফোঁটা ফোঁটা জলে কেঁপে ওঠে দৃষ্টি


এবার তুমি এগিয়ে যাও

মুখ তুলে দেখো, দুপাশের আলোকিত বাড়ি

জোনাকি মণ্ডিত আরশি প্রতীক্ষা করছে 

দুয়ারে

     তুমি হাত বাড়িয়ে ছুয়ে দেও

     তুমি নাড়াচাড়া করে দেখ; মুখমণ্ডল আমার

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ